আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে ট্রেনের ৮১টি টিকিটসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ। রবিবার বিকেলে মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে আরিফ ইসলাম(২৮) নামে ওই যুবককে আটক করা হয়। আটককৃত আরিফ ইসলাম মেলান্দহ উপজেলার জালালপুর ফুলছেন্না গ্রামের রেজাউল করিমের ছেলে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির সময় ৮১টি টিকিটসহ আরিফ ইসলাম নামে এক যুবককে আটক করে ঢাকা রেলওয়ে গোয়েন্দা পুলিশ। এ সময় তার নিকট থেকে আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৬৫টি আসনের ২৮টি টিকিট ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের ১৬টি আসনের ৯টি টিকিট উদ্ধার করা হয়। এছাড়াও ৬শ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান আরও জানান, ঢাকা রেলওয়ে গোয়েন্দা শাখার এসআই এহসানুল হক বাদি হয়ে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণ করা হবে। আরিফসহ আরও কয়েকজনের চক্র টিকিট কালোবাজারির সাথে জড়িত। টিকিট কালোবাজারি রোধে এই ধরনের অভিযান চলমান থাকবে।