বরেন্দ্রভুমি থেকে ছুটে আসা শাহ্ মাদারের
অলীক ঘোড়ার পায়ের ছাপে জন্ম নেয়া যমুনা
কখনো প্রেমিকা, কখনো রাক্ষসী
কখনো আবার আর্শিবাদ হয়ে উঠে।
নদীর ঢেওয়ে মাদার মাদার জিকির করে
অলীক ঘোড়া জেগে উঠে প্রবল স্রোতে
অদৃষ্টবাদী কৃষক চেয়ে দেখে
সর্বনাশ নাকি আর্শিবাদ হবে।
কখনো ভাঙ্গে গৃহস্থালি, পুরাতন করব
প্রাচীন বৃৃক্ষরাজি, প্রেমিকার কপাল
যমুনার পারের অবেলার হাটখোলা
উজাড় হয় সারি সারি হিজল তমাল।
ভিটে মাটি হারানো হাড্ডিসার কৃষকের
কান্নার আওয়াজ উজান ভাটি জুড়ে
প্রতিধ্বনি হয় অয়ি যমুনায়
গর্জনে গর্জনে তুফান উঠে ।
তবুুও মানুষ ভালোবাসে নদীকে
তারা নদীর সন্তান, রাগ বিরাগে
অভিমানে ভালোবাসায় নবজলে
সাতার কাটে বার বার অয়ি যমুনায়।#