মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা ঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং এ জন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চৈত্রের কাঠফাটা গরম প্রখোর রোদ্রে ফসলি জমি ফেটে চৌচির হয়ে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। এর প্রতিবাদে রবিবার সকালে মাদারগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সামানে মানববন্ধন করেছে এলকাবাসী। তারা এ সময় বক্তব্যে বলেন, রোজা ও তীব্র গরমে জনজীবন অতিষ্ট, তা ছাড়া সেচের জন্য জমির ইরিবোরো ধান সবজি অন্যান্য ফসল নষ্ট হচ্ছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কৃষক আব্দুল্লাহ বলেন বোরো চাষে সকল খরচা বেশি তার মধ্যে আবার বিদ্যুৎ লোডশেডিং। এই লোডশেডিংয়ের কারনে ফসলি জমি শুকিয়ে ফেটে যাচ্ছে। দ্রæত এর সমাধান না হলে ফসলের মুখ দেখা কঠিন হয়ে পরবে।
মাদারগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, বোরো ধান ক্ষেতে সেচের বিকল্প নেই যে কারনে বিদ্যুৎ অফিসে বলা আছে যাতে বোরো মৌসুমে কৃষকের সেচে কোন রকম বিঘœ না ঘটে। প্রয়োজনে রাতের ১১টা থেকে ভোর রাত পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিবে।
পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ওবায়দুল্লাহ্ আল মাসুম বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যৎ কম পাচ্ছি যে কারনেই সমস্যা হচ্ছে। দ্রæত এটার সমাধান হবে।