আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বিশেষ নামাজ আদায় ও মোনাজাতে অংশ নিয়েছেন মুসুল্লিরা। রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই বিশেষ ইস্তিসকার নামাজের আয়োজন করে জামালপুর পৌরসভা।
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজে পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, পৌর কাউন্সিলরসহ সব বয়সের মুসুল্লিরা অংশগ্রহণ করেন। শহরের বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ এই বিশেষ নামাজের ইমামতি করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়, এ সময় কান্নাজড়িত হয়ে বৃষ্টির জন্য প্রার্থণা করেন মুসুল্লিরা। মুফতি আব্দুল্লাহ জানান, মহান আল্লাহর দরবারে আমরা পাপ থেকে মুক্তির জন্য ক্ষমা চেয়ে আমাদের উপর রহমত ও স্বস্তির বৃষ্টি বর্ষণের আশায় ফরিয়াদ জানিয়েছি। শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধসহ সব বয়সের মানুষ এই তীব্র গরম উপেক্ষা করে খোলা আকাশের নিচে তপ্ত মাটির উপর নামাজ আদায় করেছেন। পৌর মেয়র ছানোয়ার হোসেন বলেন, আমারা প্রত্যেকেই যেন এভাবে মনে করি আমার পাপের জন্যই আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন। আমি নিজেও আল্লাহর কাছে প্রার্থণা করে ক্ষমা চাই। বৃষ্টির অভাবে প্রখর রোদ আর তীব্র গরমে মানুষের অনেক কষ্ট হচ্ছে। পশু, পাখি, অন্যান্য প্রাণী কষ্ট পাচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে। তাই আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন।