লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরর ইসলামপুর উপজলায় ক্লাস্টারভিত্তিক আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ধানের বীজ বিতরণ করা হয়ছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) কষি সম্প্রসারণ অধিদপ্তরর আয়াজন উপজেলার পলবান্ধা ইউনিয়নর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইশ কৃষকর মাঝে বিনামূল্য ১০ কেজি করে উন্নত মানের ধানর বীজ বিতরণ করা হয়।
ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক এনায়েত উল্লাহর সভাপতিত্ব এসময় কষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ির মহাপরিচালক কষিবিদ বাদল চদ্র ,বাংলাদশ ধান গবষণা ইনস্টিটিউটর মহাপরিচালক কষিবিদ শাহজাহান কবীর, জেলা কষি সম্প্রসারণ অধিদফতরর উপপরিচালক কষিবিদ জাকিয়া সুলতানা,উপজেলা কষি কর্মকর্তা এএলএম রেদোয়ানসহ অন্যান্যরা উপস্তিত ছিলন।