• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
  • English Version
সংবাদ শিরোনাম
গল্পঃ প্রেম ও সংশয় – মনসুর আলি বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ আটক-১ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মাদারগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশ।। জামালপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, রাত দখল কর্মসুচি ঘোষণা ইসলামপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় অস্ত্রের চেয়ে কলমের শক্তি বেশী- জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জামালপুরে মাজার ভাঙার ঘোষণার প্রতিবাদে স্মারকলিপি প্রদান জামালপুরে বিশ্ব নদী দিবস পালিত জামালপুরে অপরিকল্পিত সেতুর টেন্ডার বাতিলের দাবীতে মানববন্ধন

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার ইফতার অনুষ্ঠিত।।

আসমাউল আসিফ; / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

জামালপুর প্রতিনিধি
জামালপুরে রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সরকারি আশেক মাহমুদ কলেজে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সহ সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ। এছাড়াও রক্তের বন্ধনের উপদেষ্টা মো: ওয়াহিদুজ্জামান রবিন, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়, আশেক মাহমুদ কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা রাকিব আহমেদ সাব্বির, রক্তের বন্ধনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রক্তের বন্ধন অসহায় মুমূর্ষু রোগীদের সেবায় স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে থাকে। শুধুমাত্র আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত রক্তের বন্ধন কলেজ শাখা মাত্র পঁাচ মাসেই প্রায় তিনশত ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছে। সকলের সহযোগীতা পেলে সংগঠনটি আরও ব্যাপকভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে জানান বক্তারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন উপদেষ্টা মো: ওয়াহিদুজ্জামান রবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন বাপ্পী। ইফতার মাহফিলে রক্তের বন্ধন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, রক্তের বন্ধন ঝাউগড়া শাখা ও রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার নেতৃবৃন্দ ছাড়াও কলেজের এম্বাসেডরগণ উপস্থিত ছিলেন। এরপর এক মুমূর্ষু প্রসূতি রোগীকে রক্তদান করেন রক্তের বন্ধনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন।


More News Of This Category