স্টাফ রিপোর্টার: বুধবার মাদারগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা নির্বাচন, ঈদ উল আযহা পালনে প্রস্তুতি, কেরবানীর হাটে নিরাপত্তা,সুষ্ঠু ব্যবস্থাপনা, সরকারী কোয়ার্টারে চুরি, মাদক,জুয়া, কিশোর গ্যাং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা করেন মাদারগঞ্জ মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরুন কুমার সাহা, গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, কড়ইচূড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু,চরপাকের দহ ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম সরদার,মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি
জাহিদুর রহমান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক প্রমুখ।।