ষ্টাফ রিপোর্টার।
দেওয়ানগঞ্জ নাগরিক কমিটি কর্তৃক সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে এক প্রতিবাদ লিপি দিয়েছে দেওয়ানগঞ্জ অফিসার্স ক্লাব । ৩ জুন (সোমবার) দেওয়ানগঞ্জ অফিসার্স ক্লাবের সভাপতি এবং দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স এবং সাধারণ সম্পাদক মহির উদ্দিন স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, গত ২জুন রবিবার দেওয়ানগঞ্জ মডেল থানার সম্মুখে “দেওয়ানগঞ্জ নাগরিক কমিটি” কর্তৃক মানববন্ধনে সরকারি দপ্তরে সেবা গ্রহীতাদের অবাধ প্রবেশের নিশ্চয়তা, সরকারি অফিসের কর্মকর্তাদের অনিয়মিত উপস্থিতি, গণমাধ্যম কর্মীদের তথ্য প্রদানে হয়রানি, বিভিন্ন দপ্তরের অন্যায় অনিয়মসহ বিভিন্ন বিষয়ে গড়পড়তা মিথ্যা ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়। এর মাধ্যমে অত্র উপজেলার সরকারি দপ্তর সমূহের কর্মকর্তাদের উদ্দেশ্যমূলকভাবে হেয় প্রতিপন্ন ও মিথ্যা অপবাদ দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। এতে যারা সততা নিষ্ঠা এবং দক্ষতার সাথে সরকারি দায়িত্ব পালন করছেন তারা ব্যাথিত হয়েছেন। এছাড়া বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের যেসব অভিযোগ তোলা হয়েছে যার কোন সুনির্দিষ্ট ভিত্তি নেই। এই মিথ্যা ভিত্তিহীন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপপ্রচারের বিরুদ্ধে অফিসার্স ক্লাব দেওয়ানগঞ্জ জামালপুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদলিপির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান,
সরকারি কর্মকর্তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই মানববন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে আমরা সবাই (অফিসার) এর তীব্র প্রতিবাদ জানিয়েছি।
উল্লেখ্য গতকাল ২ জুন সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সম্মুখে দেওয়ানগঞ্জ নাগরিক কমিটির ব্যানারে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ তোলে প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে আসে। নাগরিক কমিটির আহবায়ক রুহল আমিন হারুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল হুদা রতনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, জুগ্ম আহবায়ক খাদেমুল ইসলাম অলিদ, ফজলুল হক,জাহিদ হাসান, নুর ইলাহী, উমর আল বশির, আজাদ হোসাইন, সাগর আলী প্রমুখ। মানববন্ধনে প্রশাসনকে তাদের দেওয়া ১২ দফা দাবী বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয় অন্যথায় বৃহত্তম কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করা হয়।