দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ৩১ মে ( শুক্রবার) উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল অভিযোগ করে বলেন, “আমি দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের দায়িত্ব নেওয়ার পর আমার দ্বাড়া কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। কোন রাজনৈতিক নেতা বা কর্মী হয়রানি শিকার হয়নি । আমার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। আমি সংগঠনের জন্য জান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছি।
গত ২১মে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয় আমার চাচা আবুল কালাম আজাদ। নির্বাচনের পর পরাজিত প্রার্থীর লোকজন বিভিন্ন স্থানে সংঘর্ষ ঘটায়। ২৯ মে সানন্দ বাড়ির মামুন মন্ডল নামে এক মাদক ব্যবসায়ী বাড়ি ফেরার পথে মাদক ব্যবসায়ীদের আক্রমণের শিকার হয়। পরবর্তীতে উক্ত ঘটনায় অন্যের পরামর্শে আমাকে ও আমার ছাত্রলীগের কর্মীদের জড়িয়ে থানায় মারধরের ঘটনার একটি মিথ্যা মামলা দায়ের হয়, প্রকৃতপক্ষে আমি উক্ত ঘটনার সাথে কোনভাবেই জড়িত নই। অভিযোগ দায়ের হওয়ার পর কোন তদন্ত না করেই আসামী গ্রেফতার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনাচ্ছি।”
সংবাদ সম্মেলনে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক নাঈম, কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ ছিয়াম ও সাধারণ সম্পাদক তাসকীন আহম্মেদ সুলতান সহ অনেকেই উপস্থিত ছিলেন