• শনিবার, ২২ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
  • English Version
সংবাদ শিরোনাম
মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের সম্মেলনে চুরির গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না, আটক ২, বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার।। জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: মাকাম সভাপতি, শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক ইসলামপুরে দূর্গম যমুনার চরে পুলিশের অভিযানে বাড়ীর আঙ্গিনায় রাোপণ গাঁজার বাগান জব্দ।। বকশীগঞ্জে নিলাখিয়া বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন গল্পঃ প্রেম ও সংশয় – মনসুর আলি বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ আটক-১ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মাদারগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশ।। জামালপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, রাত দখল কর্মসুচি ঘোষণা ইসলামপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান : দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম।

তারেক মাহমুদ, দেওয়ানগঞ্জ জামালপুর  / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

তারেক মাহমুদ 
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সালের মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ে প্রধান নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম। উপজেলা প্রশাসন থেকে ঘোষিত ফলাফলে এই  তথ্য নিশ্চিত হওয়া গেছে।  তিনি এর আগেও একাধিকবার উপজেলা পর্যায়ে  শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান নির্বাচিত হয়েছেন । শিক্ষকতা জীবনের দীর্ঘ ক্যারিয়ার সমৃদ্ধ ফজলুল করিমের জীবন। ১৯৮৬ সালে দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু হয়।  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালে তিনি বিদ্যালয়কে জুনিয়র স্কুল থেকে হাই স্কুলে রূপান্তরিত করেন। 

 তার এরপর  ১৯৯২ সালে বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়ে তিনি সেখানে মানবিক এবং ব্যবসা শিক্ষা, কম্পিউটার শিক্ষা, কৃষি শিক্ষা  শাখা চালু করেন ।  সর্বশেষ ২০১৩ সালে দেওয়ানগঞ্জ উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ দেওয়ানগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন । এই বিদ্যালয়ে যোগদান করে তিনি ব্যবসা শিক্ষা শাখা উন্মুক্ত করেন। 

দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে কৃতি শিক্ষার্থীরা বের হয়ে কর্মস্থলে দেশের মুখ উজ্জ্বল করেছেন। বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিচার বিভাগ, শিক্ষা বিভাগ সহ বিভিন্ন সেক্টরে নিয়োজিত রয়েছে। এই বিদ্যালয় থেকে অসংখ্য   চিকিৎসক বের হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছে।   বিদ্যালয়টির বর্তমান ছাত্রী সংখ্যা ১৫০০ এর মত।

এক প্রতিক্রিয়ায় ফজলুল করিম জানান , সাফল্যের স্বীকৃতি পেলে কর্মের স্পৃহা বেড়ে যায,  শিক্ষকতা করে সারাটি জীবন কাটিয়ে দিলাম, জীবনের পড়ন্ত বিকেলে এসে তৃপ্তি অনুভব করছি। হাজার হাজার শিক্ষার্থীদের যখন দেশের ভালো কোন কর্মক্ষেত্রে দেখি তখন বুকটা ভরে যায়।


More News Of This Category