স্টাফ রিপোর্টার:
প্রাণিসম্পদ ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটিরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহমেদের সভাপতিত্বে সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীর সম্পদ কর্মকর্তা ডাঃ সানোয়ার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি অরুন কুমার সাহা সভাপতি শওকত আলী উপজেলা তথ্য সম্পাদক ও প্রানি সম্পদ উদ্যোক্তা শফিকুল ইসলাম খান বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম তারফদার,আবু বকর সিদ্দিক,প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম প্রমূখ। পরে পাঁচজন পুরস্কার প্রদান করা হয়। পানি প্রদর্শনীতে মরুভূমির দেশে পালিত দুম্বা, ঘোড়া, গাড়ল, কবুতর, উন্নত জাতের বড় মোরগ, খরগোশ, পাখি প্রদর্শিত হয়। এছাড়া গরুর খাবার সাইলেন্স ও দুগ্ধ ও দুগ্ধজাত খাবার এবং দুধ থেকে মাখন প্রস্তুতের মেশিন ও মিষ্টি তৈরীর মেশিন প্রদর্শন করা হয়।