• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
  • English Version
সংবাদ শিরোনাম
ইসলামপুরে দূর্গম যমুনার চরে পুলিশের অভিযানে বাড়ীর আঙ্গিনায় রাোপণ গাঁজার বাগান জব্দ।। বকশীগঞ্জে নিলাখিয়া বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন গল্পঃ প্রেম ও সংশয় – মনসুর আলি বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ আটক-১ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মাদারগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশ।। জামালপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, রাত দখল কর্মসুচি ঘোষণা ইসলামপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় অস্ত্রের চেয়ে কলমের শক্তি বেশী- জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জামালপুরে মাজার ভাঙার ঘোষণার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

জামালপুরে ২৯০ বোতল ফেনসিডিলসহ ৫ জন আটক

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি / ১১২ Time View
Update : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে ২৯০ বোতল ফেনসিডিলসহ পঁাচ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার আভিযান চালিয়ে আটকের পর আজ সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল হালিম রাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল জামালপুর শহরের ডাকপাড়া বাইপাস সড়কে অভিযান চালিয়ে এক নারীসহ পঁাচজনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা পঁাচটি ট্রাভেল ব্যাগে মোট ২৯০ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২৯ লিটার ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা। তারা কুড়িগ্রাম থেকে জামালপুর হয়ে নারায়ণগঞ্জে ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিলো। নির্বিঘ্নে যাতায়াতের জন্য তারা এই রুটটি ব্যবহার করে। আটককৃতরা হলো- নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার আজিজনগর এলাকার মৃত আব্দুল মালেক শেখের ছেলে আলমগীর শেখ(২৪), একই এলাকার এনায়েত মোল্লার ছেলে আলামিন(২৩), একই উপজেলার মাসুমাবাদ এলাকার আবু মানছুরের ছেলে মাজাহারুল ইসলাম শাকিল(২৯), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বড় খাটমারী এলাকার জামাল উদ্দিনের ছেলে ওমর ফারুক(২২) ও চঁাদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরপোয়ারনাতলী এলাকার মৃত হেদায়েত উল্লাহ গাজীর মেয়ে কুলসুম বেগম(২২)। সহকারী পরিচালক মো: আব্দুল হালিম রাজ আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের পেছনে কারা জড়িত আছে তা তদন্ত করে দেখা হবে। মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category