স্টাফ রিপোর্টার: বুধবার বিকালে মাদারগঞ্জ উপজেলার মাসিক সভা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওবায়দুর রহমান বেলাল।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন দপ্তরের বর্তমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমবায় সমিতির নামে অবৈধ ব্যাংকিং এর মাধ্যমে জনগণের আমানত হাতিয়ে নেয়ার বিষয়ে উক্ত হয়। প্রধান অতিথি ওবায়দুর রহমান বেলাল বলেন, সমিতিগুলো তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করে সমবায় আইন অনুযায়ী তাদের কাছ থেকে আমানত ফেরত নেয়ার বিষয়ে উপজেলা প্রশাসন সার্বিক সহায়তা করবে। এ ব্যাপারে সমবায় অফিস কাজ শুরু করেছেন।
সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত কথা বলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরে বাস যাত্রীদের চলাচলে নিরাপত্তা প্রথম বাজার গুলিতে যানজট নিরসন, চুরি, ডাকাতি ইত্যাদি রোধ কল্পে পুলিশী বিশেষ টহল ব্যবস্থার জোরদার করা হবে। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অর কুমার সাহা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল,, ইউনিয়ন চেয়ারম্যান বদরুল আলম সরদার প্রমুখ।