কবিতা:
মৃত শিশুদের প্রতি
– বেবী সাউ
কুয়াশা ছড়িয়ে পড়ে চতুর্দিকে, মেঘের আড়ালে
কে তোমায় দেখে আজ? বুঝি, কোনও আবরণ নেই–
ভাঙা চৌকাঠের মতো পড়ে আছে অন্ধকার খালে
ভেসে যাওয়া এ জীবন, হারিয়ে ফেলেছি সব খেই,
তবু মন ফিরে আসে, তাকে বলে, ভাসাও প্রদীপ।
যদি কেউ না-ই দেখে, যদি কেউ না বলে তোমায়
এসো, কাছে টেনে নাও, জানো তুমি, করিনি জরিপ
কখনো জীবনে, তাই, এসে দেখি তুমি অসহায়।
এত যুদ্ধ কেন হল? কেন মৃত শিশুদের ভিড়?
কেন শস্য মরে গেছে, কেন মাঠ ক্ষতের ভিতর
কবরে পড়েছে শুয়ে, কেন মানুষের অপমান?
আমাদের নেই কোনও তেমন আদর শোনো বীর-
বাজারে হারিয়ে গেছে মানুষের যে বাজারদর
আজ শোনা যায় শুধু চতুর্দিকে শ্মশান, শ্মশান।