• বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
  • English Version
সংবাদ শিরোনাম
জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: মাকাম সভাপতি, শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক ইসলামপুরে দূর্গম যমুনার চরে পুলিশের অভিযানে বাড়ীর আঙ্গিনায় রাোপণ গাঁজার বাগান জব্দ।। বকশীগঞ্জে নিলাখিয়া বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন গল্পঃ প্রেম ও সংশয় – মনসুর আলি বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ আটক-১ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মাদারগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশ।। জামালপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, রাত দখল কর্মসুচি ঘোষণা ইসলামপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় অস্ত্রের চেয়ে কলমের শক্তি বেশী- জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

খ্রিষ্টান অপতৎপরতা বন্ধে মানববন্ধন

শাহ্জামাল / ১৩২ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার সীমান্তবর্তী ডিগ্রিরচর এলাকার ব্যাপারি পাড়ায় খ্রিষ্টানদের অপতৎপরতা বন্ধের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসি। ২৩ মার্চ বেলা ১১টায় ডিগ্রিরচর মাদ্রাসা থেকে নতুন বাজার ব্যাপারিপাড়া পর্যন্ত প্রায় অর্ধ কি. মি. দীর্ঘ মানবন্ধনে অন্তত ৫ সহস্রাধিক আলেম-তৌহিদী জনতা এবং সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন-মুফতি আক্তারুজ্জামান আনছারী, নাপিতেরচর জামেয়া কাশেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাও. ওসমান গনি, ডিগ্রিরচর জামিয়া মুফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল হাই, কান্দারচর ফারুকিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল মজিদ, শ্যামপুর জামেয়া আবু হোরায়রা মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল্লাহ, মেলান্দহ জামিয়া হুছাইনিয়া আরাবিয়ার মুহাদ্দেস সোলায়মান, ইসলামপুর হাড়িয়াবাড়ি জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ওমর ফারুক, ইসলামপুর জামেয়া হুছাইনিয়া আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল খালেক, আমবাড়িয়া জামে মসজিদের ইমাম মাও. শামসুলহক এবং শহিদুর রহমান সরকার, মোক্তার আলী মেম্বার, ইউসুফ আলী মেম্বারসহ আরো অনেকেই।
উল্লেখ্য,ওসমান গণি (৪৫), ফজলুল হক (৪০, আবু বক্কর (৬৫)সহ স্থানীয়রা জানান, ১৫/১৬ বছর আগে অর্থায়নে অজপাড়ায় অসচতেচন এলাকায় ব্যাপারিপাড়ায় ৩২ শতাংশ জমি ক্রয় করা হয়। কিছুদিন পর সেখানে একটি শিশু শিক্ষা এবং স্বাস্থ্যসেবা শীর্ষক একটি প্রকল্প চালু করে। কয়েকদিন আগে খ্রিষ্টান মিশন নামে একটি প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপনের জন্য ৩ খ্রিষ্টান নারীর আগমন স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা থেকে এসে বাবুল হাজী নামে এক লোক ছদ্মবেশে এই এলাকার অশিক্ষিত-অভাবী লোকদের সেবার নামে খ্রিষ্টান মিশন বাস্তবায়নে কাজ করছে। মানুষকে ধর্মান্তরিত করতে তৎপরতা চালাচ্ছে।
পল্লী চিকিৎসক তানভীর আহমেদ তারেক জানান-ঢাকার কালাচঁানপুর এলাকার আমিনুল হক বাবুল (বাবুল হাজী)’র বোন বিয়ে দেন ব্যাপরিপাড়ার আমার জেঠা তসলিম উদ্দিনের কাছে। সেই সুবাদে বাবুল আমাদের এলাকায় যাতায়াত করেন। গ্লোরি বন্ধুপ্রতিম সমাজ কল্যাণ সংস্থা (এনজিও)’র মাধ্যমে বাবুল হাজী এলাকায় জনসেবামূলক কাজে অর্থযোগান এবং জমি ক্রয় করেন। বাবুলের বোনকে বিয়ের পর থেকেই তসলিম স্বপরিবারে ঢাকায় থাকেন। বাবুল সম্পর্কে আমরা কিছুই জানি না। স্থানীয়দের কাছে বিতর্কিত বাবুল হাজীর পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর কারোর কাছে না থাকায়, বাবুলের মন্তব্য জানা সম্ভব হয়নি। #


More News Of This Category