• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
  • English Version
সংবাদ শিরোনাম
মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের সম্মেলনে চুরির গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না, আটক ২, বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার।। জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: মাকাম সভাপতি, শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক ইসলামপুরে দূর্গম যমুনার চরে পুলিশের অভিযানে বাড়ীর আঙ্গিনায় রাোপণ গাঁজার বাগান জব্দ।। বকশীগঞ্জে নিলাখিয়া বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন গল্পঃ প্রেম ও সংশয় – মনসুর আলি বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ সহ আটক-১ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মাদারগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশ।। জামালপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, রাত দখল কর্মসুচি ঘোষণা ইসলামপুরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন ইসলামপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময়

ইসলামপুর যমুনার ও ব্রহ্মপুত্র চর ফসলর সমাহার

Reporter Name / ১৪৭ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
ইসলামপুর যমুনার ও ব্রহ্মপুত্র চর ফসলর সমাহার

লিয়াকত হাসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ঃ জামালপুরর ইসলামপুর যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চর এখন ফসলর সমারাহ। চরাঞ্চলর মাটিত গড় উঠছ নানা ফসল। চলতি মসুম যমুনা নদীর উজান মনিয়াচর,সাপধরী,কাশাড়ীডাবা,চরনদনর পাড়াসহ বিভিন এলাকা এবং ব্রহ্মপুত্র নদর বনুয়ারচর,ডিগ্রীরচর,গাইবান্ধা,গায়ালরচর,পলবান্ধা সহ বিস্তীর্ন চর এবার টমটা, ভুট্রা, মাসকলাই, ধন,সবজি,পয়াজ,রসুন,কাঁচা মরিচ চাষ হয়ছ। এত বিপর্যস্ত মানুষর মুখ এখন হাসির ঝিলিক। বর্ষা মসুম রাক্ষুসী যমুনা ও ব্রহ্মপুত্র বসত ভিটা বান ভাসিয় নিলও এখানকার উৎপাদিত ফসল তাদর শক্তি ও সাহস জুগিয়ছ। চরর যদিক তাকানা যায় শুধু ফসল আর ফসল। নানা ধরনর ফসল চরর বিস্তর্ন অঞ্চল জুড়। একারণ তারা মুক্তি পয়ছ ক্ষুধা ও দারিদ্র থক।
যমুনার বিস্তীর্ন চর সরিষা, টমটা, বাদাম, ডাল, সবজি, পঁয়াজ, রসুন, তিল, মিষ্টি আলু, ধন সহ নানা ফসল চাষ কর চরর মানুষ সংসার এনছ সছলতা। নদী ভাঙ্গন শিকার ও বানভাসি এসব মানুষ অভাব-হতাশক পছন ফল নতুন কর আবাদ কর,নতুনভাব অবতীর্ন হয়ছ জীবনযুদ্ধ। দারিদ্রজয়ী নদী তীরর মানুষ এ বছর শীতর ফসল চাষ কর শত ভাগ সাফল্য পয়ছ। টমটা ও মরিচ বাম্পার ফলন তাদর চাখ মুখ ফুট উঠছ হাসির ঝিলিক। নদী পাড়র মানুষর আশীর্বাদও যমুনা। নদী শুধু নিত জান না দিতও জান। রাক্ষুসী যমুনা যমন প্রতি বছর ভঙ্গ ফলছ জনপথ, ফসলর মাঠ। সই যমুনাই পলি জমিয় সখান সানার ফসল ফলাতও সমান ভূমিকা রাখছ। জগ ওঠা এসব চর প্রতি বছর বর্ষা মসুম শষ যমুনা আশর্ীবাদ হয় দখা দয় নদী পাড়র মানুষর জীবন। চরর পলি পড়া জমিত পাট, ভুট্টা, সরিষা, বাদাম ও বারা সহ অন্যান্য ফসল আবাদর জন্য খুবই উপযাগী। উজানর মনিয়াচর থক বরুল, চর নদনরপাড় পর্যÍ নদী পথ বিস্তীর্নর্ চর এবং ব্রহ্মপুত্র নদর বনুয়ারচর,ডিগ্রীরচর,গাইবান্ধা,গায়ালরচর,পলবান্ধা সহ বিস্তীর্ন চর এসব ফসল আবাদ কর লাভবান হছন কষকরা।
কষকরা জানান, উপযুক্ত প্রশিক্ষণ ও পুঁজি পল এসব ফসল চাষর পরিধি আরা বাড়ব। নদী ভাঙ্গন লাকশান পাষাত মসুমর শুরুতই আট ঘাট বধ চরর জমিত নিরলসভাব শ্রম ব্যয় করন তারা। এবার তাদর ঘাম আর শ্রম টমটা ও মরিচ বাম্পার ফলন হয়ছ। ডিগ্রীরচর,বনুয়ারচর,গাইবান্ধা চরাঞ্চলর কষকরা জানান, ধর্মম্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলালর অক্লাÍিক প্রচষ্ঠায় সড়ক যাগাযাগ ব্যবস্ার উনতি হয়ছ। ফসলি জমিতই এখন যানবাহন চল আস। এতকর উপজলার সাথ জলা ও বিভাগর সরাসরি যাগাযাগ ব্যবস্া ভাল থাকায় এখানকার উৎপাদিত ফসলর ন্যায্য মূল্য পাছি।
তারা আরা জানান,যমুনার ও ব্রহ্মপুত্র চর ইতিমধ্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করছ। বিশষ কর পাট,টমটা,ভুট্রা ও মরিচর জন্য বিখ্যাত হয় উঠছ । ব্যবসায়ীরা এখানাকার হাট আসছন প্রতিনিয়ত। উনত যাগাযাগ ব্যবস্া এখন হাটগুলাত ঘটছ ব্যবসায়ীদর মিলনমলা । চরর উৎপাদিত ফসল বিক্রি কর স্ববলম্বী অধিকাংশ কষক। তাদর ছল-ময়রা উচ শিক্ষাও গ্রহণ করছন। সংসার থক দুর হয়ছ অভাব-অনটন। তমনই এক কষক আইজল মিয়া- নদীত বাড়ি ঘর হারিয় নিঃস্ব এই কষক জগ উঠা চর বগুন,টমটা চাষর সাবলম্বী হয় এখন ভুট্রা চাষ করছন।
ব্রহ্মপুত্র চরর কষক কালু শখ বলন, চরর জমিত ফসল ফলিয় আমার মতা অনকই অর্থ-বিত্ত সম্পন। ফলায় ধান, টমটা, গম, পাট, ডাল, সবজি, চিনাবাদাম, পঁয়াজ, রসুন ,তিল সহ নানা ফসল। উৎপাদিত ফসল নিজর চাহিদা মটানার পর হাট বিক্রি করি। যমুনার চরাঞ্চলবাসী কষক ওয়াদুদ মিয়া জানান, মরিচর আবাদ করছি। আবহাওয়া অনুকুল থাকায় বাম্পার ফলন হয়ছ। বাজার মরিচর দাম ও ভালা পাওয়া যাছ। আশা করি এবার ভালা টাকা লাভবান হওয়া যাব।
ইসলামপুর কষি কর্মকর্তা এএলএম রদায়ান জানান, এবছর যমুনার ও ব্রহ্মপুত্র চরাঞ্চলর ৩০হাজার হক্টর জমিত ফসলর বাম্পার ফলন হয়ছ। এখান আবাদ করত খুব বশি টাকার প্রয়াজন হয়না। বর্ষ মসুম চরগুলাত পানিত ডুব থাক। ডুব যাওয়া চর ব্যাপক হার পলি জম। জমিত পলি পড়ায় ক্ষত সারর পরিমান কম লাগ এবং ফসল ভাল হয়। এত কষকরা বশি লাভবান হছন।


More News Of This Category